নোয়াখালী হাতিয়ায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১৮ জন আহত

নোয়াখালী প্রতিনিধিঃ  নোয়াখালী হাতিয়া উপজেলায় একটি বরযাত্রীবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিতা রানী (৩৬), কাঞ্চন বালা মজুমদার (৪০), যতন (২৫), রবীন্দ্র দাস (৪৫), বিষম্বর বাবু (৬৫), রণজিত চন্দ্র মজুমদার (৫০), নিরব দাস (১৬), নিবারণ (৩৭), মৃনাল চন্দ্র মজুমদার (৫৫), রবীন্দ্র (৬৫), বাঁধন (১৫), তৃষ্ণা চন্দ্র সজুমদার (১০), শুভ (১৬), কৃষ্ণধন মজুমদার (৩০), নমিতা মজুমদারের (৬০) নাম জানা গেছে।

আহতদের মধ্যে বাঁধন, মৃনাল চন্দ্র মজুমদার ও বিষম্বররের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে চরকিং দাসপাড়ার অভিলাস মজুমদারের মেয়ে সিটু রাণী মজুমদারের সঙ্গে চরঈশ্বর ইউনিয়নের রাজের হাওলার সুধীর মজুমদারের ছেলে সনজীব মজুমদারের বিয়ে হয়।

অনুষ্ঠান শেষে শনিবার সকালে বরের লোকজন বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী জিপটি কাজীর বাজারের পশ্চিম পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৮ জন আহত হন।

এই ঘটনায় হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.