উজিরপুরে স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনি সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশহিসেবে স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল শনিবার বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সমাপনি অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ একে.এম শামছউদ্দিন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মাকসুদুর রহমান,ডাঃ শওকত হোসেন,সব্যসাচি দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক,স্বাস্থ্য সহকারী,সি.এইচ.সি.পি,এ.এইচ.আই, নার্সিং কর্মকর্তাসহ সকল কর্মচারী বৃন্দ। “স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গিকার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হয়। এ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান,বহিঃবিভাগে স্বাস্থ শিক্ষা ,চিকিৎসা সেবা,কমিউনিটি ক্লিনিক ও টিকা কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় সভাপতি বলেন সেবা সপ্তাহ দিয়েই কার্যক্রমের শেষ নয়। প্রতিদিনই আমাদের সেবা সপ্তাহের ন্যয় কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.