নোয়াখালীতে সৌন্দর্য বর্ধনে পুষ্পসরণি সৃজন কর্মসূচি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: সৌন্দর্য বর্ধনে নোয়াখালীতে ৩ বছর মেয়াদি অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা হিসেবে পুষ্পসরণি সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৬ জুন) দুপুর ১২ টায় জেলার সার্কিট হাউজ সড়কের দুই পাশে গাছের চারা রোপন করে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। পুষ্পসরণি সৃজন কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউজ সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনে সোনালু, জারুল, পলাশ ও কৃষ্ণচূড়ার মোট ১০০ চারা রোপণ করা হবে।
তিনি আরো জানান, বৃক্ষায়ন, সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান করছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.