বড়াইগ্রামে বিদেশী পিস্তল সহ যুবক আটক


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিদেশী পিস্তল সহ আলতাফ হোসেন ওরফে ভোলন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সে উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
র‌্যাব-৫, নাটোর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী বিটিসি নিউজকে জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের নগর দোগাছি গ্রামে অভিযান চালিয়ে ১টি ম্যাগজিন ও ১টি বিদেশী পিস্তল সহ ভোলনকে হাতে-নাতে আটক করা হয়। সে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার পর আজ শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.