নোয়াখালীতে করোনার প্রথম টিকা নিলেন এমপি একরামুল করিম চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরী এমপি। এ সময় তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা ৩০ মিনিটে নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথ-২ থেকে এ ভ্যাক্সিন গ্রহণ করেন। তিনি বলেন, ‘এটা একটা সাধারণ ভ্যাক্সিন, আমি সহজে এটা নিয়েছি। আমার কাছে কোনো অসুবিধা মনে হয় নাই।’
তিনি আরো বলেন, ‘প্রথমে যদি জনপ্রতিনিধিরা নেয় তাহলে সকলের আস্থা আসবে। সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমি সর্বপ্রথম এ ভ্যাক্সিন নিয়েছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ- নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা: ফজলে এলাহী খান,  উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জেহান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.