নেত্রকোনায় মদ ও ২ নারীসহ আটক-৪

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও ২ নারীসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটকের এ তথ্য জানান থানার ওসি আবুল কালাম পিপিএম।
জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের বামনি নামক এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও ২ নারীসহ তিনজন ও একই ইউনিয়নের চিনাহালা মসজিদের সামনে সড়ক থেকে ১১ বোতল ভারতীয় মদসহ ব্যাটারীচালিত অটোগাড়ীসহ একজনকে আটক করা হয়।
আটকৃতরা হলো, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের মধুকুড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে সাইদুল ইসলাম ওরফে শহিদুল্লাহ (২৮), একই ইউনিয়নের খারনৈ গ্রামের নুরুল ইসলামের মেয়ে রাহিমা আক্তার নুপুর (২৪) ও বাউসাম গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে শিরিন সুলতানা (২২) এবং রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. ফজর আলীর ছেলে স্বপন মিয়া (১৯)।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল কালাম পিপিএম বিটিসি নিউজকে বলেন, আটকৃতদের নামে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.