নেইমারের পর আল হিলালে বিশ্বকাপ মাতানো বোনো

বিটিসি স্পোর্টস ডেস্ক: সৌদি ফুটবলে চলছে নিরব বিপ্লব। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর একে একে করিম বেনজেমা, সাদিও মানে, এনগালো কান্তে ও রবার্তো ফিরমিনো হয়ে সর্বশেষ সংযোজন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
নেইমারের পর এবার কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার নেপথ্য কারিগর ইয়াসিন বোনোকে দলে ভেড়ালো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।
আজ শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী ইয়াসিনকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল।
স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে দারুণ ছন্দেই ছিলেন বোনো। গতবছরই ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। কিন্তু তাকেই এবার ছেড়ে দিয়েছে সেভিয়া। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, তিন বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটি থেকে ২১ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা) মরক্কোর এই তারকাকে কিনেছে আল হিলাল।
২০২২ বিশ্বকাপে অনেকটা ‘ডার্কহর্স’হিসেবেই কাতারে গিয়েছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গ্রুপ অব ডেথে বেলজিয়াম, ক্রোয়েশিয়ার এবং কানাডার গ্রুপে ঠাঁই হয়েছিল তাদের। সবাই মরক্কোকে গ্রুপ পর্ব থেকেই বাতিলের খাতায় রেখেছিল, তবে সেখান থেকেই নিজেদের রূপকথার গল্প শুরু করে আশরাফ হাকিমি-হাকিম জিয়েশরা।
বিশ্বকাপে মরক্কোর এমন সাফল্যের বড় কারিগর ছিলেন গোলবারের নিচে থাকা ইয়াসিন বোনো। বেলজিয়াম, ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন তিনি। স্পেনের বিপক্ষে দুই পেনাল্টি ঠেকিয়ে হয়েছিলেন মরক্কোর রূপকথার অংশ। সেই ইয়াসিন বোনোকেই এবার দেখা যাবে সৌদি আরবের লিগে। সেখানে আল হিলালে নেইমারের সতীর্থ এখন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.