নৃশংসতায় তুরস্ক চোখ বুজে থাকবে না : এরদোগান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী চলা নৃশংসায় তুরস্ক চোখ বন্ধ করে থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আফগানিস্তানে থেকে সেনা প্রত্যাহারের আগমুহূর্তে সেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।
এরদোগান বলেন, প্রযুক্তি শান্তি আনে, যুদ্ধ না। নাঙা তলোবারির মুখে আফগান মায়েরা যদি তাদের সন্তানদের বিদেশি সেনাদের হাতে তুলে দিতে বাধ্য হন সেই দৃশ্য দেখে আমরা আমরা চুপ থাকি কী করে। 
কাবুল বিমানবন্দরে তালেবানের ভয়ে আফগান মায়েদের সন্তান মার্কিন সেনাদের হাতে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ এতোদিন যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে ছিল।  বিশৃংখলা এড়িয়ে তারা সেখান থেকে আফগান ছাড়তে চাওয়া লোকজনেকে সরিয়ে আনতে সচেষ্ট। এরমধ্যেই হুড়োহুড়িয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
এরদোগান বলেন, কাবুলে আমাদের কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে হবে।  নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের পরিকল্পনা অব্যাহতভাবে আপডেট করছি। এখন পর্যন্ত তালেবান যে বিবৃতি বা বক্তব্য দিয়েছে, তাতে সতর্ক আশাবাদ ব্যক্ত করে স্বাগত জানিয়েছে তুরস্ক। তবে এরদোগান বলেন, তালেবানদের এসব বক্তব্য কাজে দেখতে চায় তুরস্ক।
তার ভাষায়, আফগানিস্তানে আরও যদি রক্তপাত হয়, তাহলে বাকি বিশ্বের কাছে আমরা কি জবাব দেব? #

Comments are closed, but trackbacks and pingbacks are open.