নিয়মনীতির তোয়াক্কা না করে খালের উপর অবৈধ স্থাপনা

বরিশাল ব্যুরো: নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারের পূর্ব পার্শ্বে কোটি টাকার সম্পত্তি দখল করে খালের উপর ১৫টি পাকা দোকান ঘর নির্মাণ করেছে স্থানীয় এক প্রভাবশালী।
এলাকাবাসী ও ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, বার্থী মৌজার জন-গুরুত্বপূর্ণ বার্থী-বড়দুলালী খাল দখল করে স্থানীয় প্রভাবশালী কানাডা প্রবাসী আজিম মোল্লা ও তার ভাই মোফাজ্জেল মোল্লা খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন। ইতোমধ্যে খালের একটি অংশে দোকানের পাকা পিলার স্থাপন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবত পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে গেলেও প্রশাসন দেখেও না দেখার ভান করছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
একাধিক কৃষক জানান, এ জন-গুরুত্বপূর্ণ বার্থী-বড়দুলালী খাল দিয়ে ৮ থেকে ১০টি ইরি-বোরো ধানের ব্লকে পানি সরবরাহ হয়। কিন্তু এ অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে। ফলে এ ৮ থেকে ১০টি ব্লকের লক্ষ্যমাত্রার চেয়ে ইরি-বোরো ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদের দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.