নির্বাচন পেছানোই ইসিকে স্বাগত জানিয়েছে আ.লীগ

 

ঢাকা প্রতিনিধি: আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

১২ নভেম্বর সোমবার  দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তফসিল ঘোষণার আগ থেকেই বিএনপি নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানিয়েছে আসছিলো। নির্বাচন কমিশন (ইসি) সোমবার নির্বাচনের তারিখ ১ সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ঘোষণা করেছে।

নির্বাচনের তারিখ পেছানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইসি নির্বাচনের তারিখ না পেছালেও বিএনপি নির্বাচনে আসতো। কারণ তারা ইতোমধ্যে নির্বাচনে এসে গেছে। এরপরও ইসির নতুন তারিখ ঘোষণাকে আমি স্বাগত জানাই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমা দেওয়া আজই শেষ হচ্ছে। আগামী ১৪ নভেম্বর সম্ভাব্য সব মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি ও আব্দুর রহমান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.