রাজশাহীতে সেরা করদাতাদের সম্মাননা স্মারক দিলেন রাসিক মেয়র

 

:লীগ প্রতিবেদকরাজশাহী বিভাগের সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী কর্মচারী কল্যান বোর্ড মিলনায়তনে কর অঞ্চল রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪২জন সেরা করদাতার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজ থেকে কয়েক বছর আগেও মানুষ কর দেওয়ার ব্যাপারে অনাগ্রহী ছিল। কিন্তু সেটি এখন বাড়ছে। এটি আরো বাড়াতে হবে। কর দেওয়াতে ভয়ের কিছু নেই। এই ভয় কাটাতে হবে। কর প্রদানে সবাইকে আগ্রহী করে তুলতে হবে।

মেয়র লিটন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আর আমাদের সাহায্যের জন্য কারো কাছে হাত পাতার দরকার নেই। বরং আমরাই বিভিন্ন ছোট দেশকে সাহায্য করতে পারবো। আশা করছি, ২০৪১ সাল নয়, ২০৩০ সালেই আমরা পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হবো।

 

 

কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নূর উর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মহসীন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা।

উল্লেখ, সেরা করদাতা সম্মাননা প্রদান-২০১৮ অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী বিভাগের পাঁচ জেলার ৪২জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.