নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আঃলীগ : কাদের
ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে সেতুভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আওয়ামী লীগ। মাহবুব তালুকদারকে পদত্যাগ করতে হবে এমন কোনো চিন্তাভাবনা আমাদের নেই। এই নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি। ভিন্নমত দেওয়ার অধিকার সবার আছে। বিষয়টি নিয়ে হইচই করার কিছু নেই। আওয়ামী লীগ মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না।
এদিকে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা করছে না দিল্লি। বাধাহীনভাবে ভোটাররা ভোট দিতে পারবে বলে মনে করেন তিনি।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.