রাজশাহীতে ফুলদানিতে ইয়াবা রেখে বিক্রি, দম্পতি গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদকগতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটের ফুলদানির ভেতরে রাখা ৮৮০ পিস ইয়াবা সহ দুই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন, রাসেল (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৩০)। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।

রাসেল (৩৮) এভাবে ইয়াবা ব্যবসা করে ট্রাকের  হেলপার থেকে হয়েছেন কোটিপতি। চারটি ট্রাকও রয়েছে তাদের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এ দম্পতি নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছিলেন।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, রাসেলের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তালতলা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। আর তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

মামুন জানান, রাসেল একজন কুখ্যাত মাদক কারবারি। ট্রাকের সামান্য হেলপার থেকে তিনি কোটিপতি হয়েছেন। এখন চারটি ট্রাকও আছে তার। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি উপশহরের বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ইয়াবা কারবার করে আসছিলেন। ফ্ল্যাটে ইয়াবা থাকার খবর নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ফুলদানির ভেতর মেলে ইয়াবা। পরে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.