নির্বাচনে অংশ না নিতে মনোনয়নপত্র জমা দেননি মিন্টু, আলাল, সোহেল

ঢাকা প্রতিনিধি: আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপির তিন নেতা নির্বাচনে অংশ না নিতে শেষ দিনেও মনোনয়নপত্র জমা দেননি । তারা হলেন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব–উন নবী খান সোহেল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বিটিসি নিউজকে বলেন, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। মোয়াজ্জেম হোসেন আলাল চেয়েছিলেন বরিশাল-২ আসন। ঢাকা-৮ আসনের প্রার্থিতা চেয়েছিলেন হাবিব–উন–নবী খান সোহেল। তিনজনের কেউই আজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি।

তিনি বলেন, কী কারণে তারা মনোনয়ন জমা দেননি, তা জানা নেই। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সব দলের প্রার্থীরাই আজ সারা দিন নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.