নির্বাচনের মাঠ ছাড়ছেন জাপার শতাধিক প্রার্থী

ঢাকা প্রতিনিধি: সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২০ ডিসেম্বরের পর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। গতকাল রোববার জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বরাত দিয়ে দলীয় সূত্রে এতথ্য জানা গেছে।

দেশে ফিরে আসার ব্যাপারে মহাজোটের সাথে এরশাদের সমঝোতা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র বলছে, মহাজোটে থাকার শর্ত হিসেবে এরশাদ তার বিরুদ্ধে ঝুলে থাকা মঞ্জুর হত্যা মামলার চুড়ান্ত নিষ্পত্তি চান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ ব্যাপারে তাকে আশ্বস্ত করা হয়েছে।

এছাড়াও, এরশাদ উন্মুক্ত আসনে দাঁড়ানো তার ১৩২ জন প্রার্থীর মধ্যে ১০০ জনকেই প্রত্যাহার করে নেবেন বলে জানা গেছে। অবশ্য এর বিনিময় তিনি নতুন সরকারের মন্ত্রীসভায় তার পছন্দের ৪ জন মন্ত্রী নিয়োগের দাবি করেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সঙ্গে কথা বলেছেন এরশাদ। এ সময় তিনি জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা জোরদার করার নির্দেশ দেন।

নির্বাচনে মহাজোটের মনোনয়ন চূড়ান্ত করার পর্যায়ে হঠাৎ বেঁকে বসেছিলেন এরশাদ। মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। এখান থেকে বেরিয়ে ১০ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে উড়াল দেন। মহাজোটে ২৯টি আসন পেয়ে অসন্তুষ্ট এরশাদ ১৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে তার দলের প্রার্থী দিয়েছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.