নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের সব গেট বন্ধ করে দেয়া হয়

 

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: কারাবন্দি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে হাইকোর্টের সামনে বিএনপি’র মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এ সময় নেতাকর্মীরা গাড়ি-ভাঙচুর করে।

এরপরই উচ্চ আদালতের সব গেট বন্ধ করে দেয়া হয়। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন বিএনপি’র নেতাকর্মীরা।

পুলিশ বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এক পর্যায়ে পুলিশের কথা না মানলে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশের কয়েকটি টিম এসে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.