নিমিত্তকে

রুদ্রভানু (কলকাতা): নিমিত্তকে বলি শান্ত হও চোখে ধুলো-ঝড় এসে লাগে
হিসেবের খাতায় বর্ণচোরা গান –
প্রতিহিংসা থেকে দীর্ঘায়ু হয় বিড়ম্বন
গোপনে বুদবুদ ভরে রাখে বাতাস
নিমিত্তকে বলি প্রচন্ড ঝড়ের পর
নিস্তব্ধতা আসে, রাত বাড়ে পৃথিবীর
অন্ধকার মনে হয় ঘুম
নিমিত্ত জেগে থাকে পাহারাদার হয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.