নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধ: আজ বৃহস্পতিবার  জয়পুরহাটে শহরের মারোয়ারি পট্টির কৃষ্ণা নিকেতনের একটি তিনতলা বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, শহরের মারোয়ারি পট্টির কিষান লাল রংটা ও তার স্ত্রী দেবী লাল রংটা।

আজ বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কাজের বুয়া ওই বাসায় গিয়ে বিছানায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পেয়ে চিৎকার করে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ঘটনাস্থলে যায় এবং পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায়।

বিটিসি নিউজকে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে রাতের কোন এক সময়ে তাদের বিছানায় হত্যা করা হয়েছে। ঠিক কিভাবে তাদের হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

নিহত কিষান লাল একজন কাপড় ব্যবসায়ী বাসার নীচে তার পায়েল বস্ত্রালয় নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানায়, তার দুই ছেলে মেয়ে এই মুহুর্তে ভারতে অবস্থান করছে।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.