BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নায়িকা পপিকে হত্যার হুমকি!

নায়িকা পপিকে হত্যার হুমকি!
বিটিসি বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি নিজের কাছের মানুষের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী নিয়মিতই তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।

পপি বলেন, বছরখানেক ধরে আমাকে নিয়মিতই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে স্বাভাবিক জীবন যাপনও করতে পারছি না।

আক্ষেপ করে পপি বলেন, চাচার মৃত্যুর খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বিষয়টি জানতে পেরে তারেক আমাকে হত্যার হুমকি দেয়। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি। খুব কষ্ট লাগে।

পপি জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। নিয়মিত দলিল থাকা সত্ত্বেও এখনও সেই জমি ভোগ করতে পারছেন না।

অভিযোগ অনুযায়ী, জমিটি দখলে রেখেছেন চাচাতো বোন মুক্তা ও মুক্তার স্বামী তারেক আহমেদ চৌধুরী।

পপির ভাষ্যমতে, জমি বুঝে নিতে গেলেই নানা ভয়-ভীতি দেখানো হয়। কখনো রাজনৈতিক নেতাদের ব্যবহার করা হয়, কখনো সরাসরি মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

‘খুলনার মাটিতে গেলে আর জীবিত ফিরতে পারব না’ এমন হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন পপি।

এ ঘটনা শুধু পপির মধ্যেই সীমাবদ্ধ নয়। তার বড় চাচা বাবর হোসেনও বিভিন্ন সময় তারেকের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি খুলনায় এক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন বাবর হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ