নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারি উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে এবং মহান মুক্তিয্দ্ধু সম্পর্কে জানতে মুক্তিযুদ্ধ ফটো গ্যালারী করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপীঠ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের দেয়াল জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী বিভিন্ন সময় ও স্থানের ফটো দিয়ে সাজানো ‘মুক্তিযুদ্ধ ফটো গ্যালারী’ গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএমএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার মো. দুররুল।
‘মুক্তিযুদ্ধ ফটো গ্যালারী’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোরশালীন, শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম কবির, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান মাস্টার, শহীদ মুক্তিযোদ্ধা আসাদ আলীর সন্তান মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মো. মার্শালসহ ম্যানেজিং কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা হয়। সভায় শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোরশালীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.