BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর বাটার মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য রিতা।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি সভাপতি শামসুল ইসলাম মিলু, পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্ মখুদম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।

এছাড়াও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি, সহ ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ এবং ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ড, ৮ টি থানার সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করতে একটি দল ষড়যন্ত্র করছে। তারা পিআর পদ্ধতি নিয়ে বিশৃংখলা করার চেষ্টা করছে। কিন্তু এটা কখনো সফল হবেনা বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেনা কিন্তু মহানগর ও উপজেলা পর্যায়ে দাড়িপাল্লা দিয়ে ভরে দিয়েছে।

তারা বলেন, জামায়াতে ইসলামী একটি মোনাফেক দল। এই দল জন্মলগ্ন থেকে খারাপের দিকে কাজ করেছে। ১৯৪৭ সালে ভারতের পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। ১৯৮৬ সালে স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বের হয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ এর সাথে নির্বাচনে গেছে বলে উল্লেখ করেন তারা। এই মোনাফেক দল থেকে সাবধান থাকার জন্য দেশবাসীর নিকট আহŸান জানান তারা।

সভাপতি বক্তব্যে রিটন বলেন, কোন শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবেনা। দীর্ঘ সতের বছর যেভাবে যুবদল রাজপথে ছিলো, এখনো আছে। সকল ষড়যন্ত্র যুবদল রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন। ফিরেই তিনে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানান তিনি।

বক্তব্য শেষে নেতৃবৃন্দ বাটার মোড় থেকে বর্নাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে তারা সোনাদিঘীর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। সেইসাথে তারা নানা ধরনের স্নোগান দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডিমের শাকশুকার বিটিসি রেসিপি শীতকালে আইসক্রিম খাওয়া কি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে শাটডাউন: ফুটপাতে খাবার বিক্রি করছেন সরকারি আইনজীবী! নিউইয়র্কে মেয়র নির্বাচন: একমাত্র মুসলিম প্রার্থী মামদানির বিশাল শোডাউন লুলা দা সিলভার দাবি: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্য চুক্তির ‘নিশ্চয়তা’ দিয়েছেন ভেনেজুয়েলার আরও কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উদ্দেশ্য কী? জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে : রাষ্ট্রপতি রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ