নাতি হারানোর শোকে কাতর দুই ভাই বোন নিজেদের অশ্রু সংবরণ করতে পারলেন না

ঢাকা প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র নাতি হারানোর শোকে কাতর ভাই নিজেকে আর ধরে রাখতে পারলেন না ফুফাতো ভাই শেখ সেলিম। বোনের সামনে অশ্রুসজল হয়ে পড়লেন! এ সময় বোন শেখ হাসিনাও তার ভাইকে সান্তনা দেন। নিজেও কেঁদে ফেলেন!

শ্রীলংকায় নিহত শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও খুব আদরের করতেন। দেখা হওয়া মাত্র নাতি হারানোর শোকে কাতর দুই ভাই বোন নিজেদের অশ্রু সংবরণ করতে পারলেন না !

উল্লেখ্য:  গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হন। সে তার বাবা-মায়ের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলো।

এ ঘটনায় শেখ সেলিমে মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.