নাটোর-সিংড়ায় দ্বিতীয় ধাপের লকডাউনের শেষ দিনেও করোনায় এক জনের মৃত্যসহ নতুন আক্রান্ত ৭০ 

নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমন বৃদ্ধি রোধে নাটোরের নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় দ্বিতীয় দফায় ৭ দিনের লকডাউনের শেষ দিন আজ।
কিন্তু চলমান লকডাউনের মধ্যে কমেনি মৃত্যু সহ আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নাটোরে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। সংক্রমনের হার ৩২.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৮৭৮ জন। হোম আইসোলেশনে ১২৩২ জন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা সংক্রমন রোধে জেলা প্রশাসন ঘোষিত দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১৪ তম দিন। প্রতিদিনর মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ণ এলাকায় কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.