নাটোর সিংড়ার পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ হোম সার্ভিস

নাটোর প্রতিনিধি: যে কোণ পণ্যের প্রয়োজনে হট লাইনে ফোন করলেই স্বেচ্ছাসেবীরা বাজার নিয়ে পৌঁছে যাচ্ছে পৌরবাসীর দোড়গোড়ায়। পৌরবাসীরা স্বেচ্ছাসেবকদের পণ্য এবং ক্রয়ের রশীদ বুঝে নিয়ে মূল্য পরিশোধ করছে । এজন্য অতিরিক্ত কোন সর্ভিস চার্জ দিতে হচ্ছে না। আজ সোমবার থেকে পৌর মেয়রের চলো হোম সার্ভিসটি ব্যাপক সাড়া জাগিয়েছে ।

সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলকের পরামর্শে নাটোরে সিংড়া পৌর এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং জনসাধারণকে ঘরে রাখার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য পৌরবাসীর দরজায় পৌঁছে দেওয়ার জন্য পৌরসভার পাবলিক টান্সপোর্ট চলো বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

চলো সার্ভিসের হটলাইন ০১৭০৭০০১১২২ নম্বরে কল দিয়ে বললেই বাজরের দামে পণ্য পৌঁছে দিবে স্বেচছাসেবকরা । এজন্য তাদের অতিরিক্ত কোন সার্ভিজ চার্জ দিতে হবেনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.