নাটোর বাগাতিপাড়ায় ভ্রাম্যমান আদালত ৫ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কয়েকটি বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানে দন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র ভ্রাম্যমান আদালত।

সূত্রে জানাযায়, পবিত্র মাহেরমজান উপলক্ষে নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিত করতে উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩০হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে | পেড়াবাড়িয়া বাজারের ফারুক স্টোর, বিহারকোল বাজারে জুয়েল ও সাত্তার স্টোর, তমালতলা বাজারে জনপ্রীয় ফার্মেসী ও সিদ্দিক স্টোর প্রতিটি প্রতিজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন, ক্যাব’র উপজেলা সভাপতি আব্দুল মজিদ।

এ সময় খাদ্য পণ্যে ভেজাল না দিতে এবং মূল্য তালিকা প্রদর্শন সহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.