নাটোর থেকে প্রতিবন্ধীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নাটোর প্রতিনিধি: নাটোর থেকে প্রতিবন্ধীদের জন্য নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করা হয়েছে। হুইল চেয়ারে করে পৃথিবীর গুরুত্বপূর্ন ১৯টি দেশ ভ্রমণ করা শারীরিক প্রতিবন্ধী যুবক মো: মহরম আলী (৩৭) শনিবার এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন।
নতুন এই রাজনৈতিক দলের নাম দেয়া হয়েছে জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠি।
শনিবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী যুবক মহরম আলী বলেন, দেশের প্রতিবন্ধী বিশাল জনগোষ্ঠির সুবিধা অসুবিধা ও প্রয়োজনের কথা বিবেচনা করে তিনি মনে করেন বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠির একটি নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা দরকার। তাই তিনি এই রাজনৈতিক দল তৈরী করেছেন।
১৯৯৯সাল থেকে দেশে বিদেশে প্রতিবন্ধীদের জন্য কাজ করা যুবক মহরম আলী বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের ঘোষনা দিয়েছেন।
তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১২শতাংশ প্রতিবন্ধী হলেও নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা মাত্র ১৭ লাখ। কোটা বা অন্য কোন রাজনৈতিক দলের সহযোগী না হয়ে নিজেদের বাস্তবভিত্তিক অধিকার আদায়ে তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন সময়ের দাবী বলেও মনে করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক মহরম আলী।
১১ দফা রুপরেখা সহ দলের নাম ঘোষনা করলেও প্রাথমিক ভাবে এই দলের কার্যক্রম চলবে অনলাইনের মাধ্যমে।
এ সময় তার সাথে প্রতিবন্ধী নেতা রাসেল আহমেদনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.