নাটোর জেলাকে লকডাউন ঘোষণা

নাটোর প্রতিনিধি: নাটোরে গত দুইদিনে ৯জন করোনায় আক্রান্ত হওয়া এবং করোনা সংক্রমন প্রতিরোধের জন্য নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্জনের গতকাল বুধবার (২৯ এপ্রিল) এর পাঠানো পত্র এবং আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

আজ বেলা ৩টা থেকে জেলার বাইরে কোন লোক যেতে বা আসতে পারবেনা। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবেনা। সকল ধরনের গণপরিবহণ ও গনজমায়েত নিষিদ্ধ করা হলো।

সামাজিক দূরত্ব বলবৎ নির্দেশনা আগের মতই বহাল থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ঔষধের দোকান এবং সংবাদ পত্র এই আদেশের বাইরে থাকবে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে কঠোরভাবে এই নির্দেশ মেনে চলতে অনুরোধ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.