নাটোরে ২৬ নভেম্বর থেকে টানা কর্মবিরতী পালন করছে হেলথ এসিস্ট্যান্টরা


নাটোর প্রতিনিধি: নাটোরে গত ২৬ নভেম্বর বৃহ¯পতিবার থেকে টানা কর্মবিরতী পালন করছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। আজ সোমবার সকাল থেকেও তারা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও হেল’ ইনস্পেক্টর সেকটোরাল এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করছে।
এসময় বক্তব্য রাখেন হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাটোর শাখার সভাপতি শাহ আলম, সম্পাদক মতিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক আফজাল হোসনসহ অন্যান্যরা। বক্তারা তাদের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করার দাবী জানান। দাবী না মানা পর্যন্ত তাদের এই কর্মসুচি চলবে বলেও জানান, বক্তারা। একই দাবীতে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বৃহম্পতিবার থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি পালন শুরু করে তারা। আর এর ফলে স্বাস্থ্য সেবা নিতে আসা সেবাগ্রহীতার সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.