নাটোরে কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, দুপুরেও দেখা যায়নি সূর্যের

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রচন্ড কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, লাইট জ্বালিয়ে চলছে পরিবহন, বেলা ১২ পার হলো দেখা যায়নি সূর্যের মুখ। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নাটোর।
হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। গতকাল রবিবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। মানুষজন খুব প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না ফলে রিক্সা শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন।
শীতের তীব্রতা না থাকলেও বছরের এই প্রথম ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কায় হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। কুয়াশা এত ঘন যে, ১০ মিটার দূরে কোন কিছু দেখা যাচ্ছে না। বেলা বাড়লেও কুয়াশা কাটার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। শীত না থাকলেও এই ঘন কুয়াশায় কর্মজীবী মানুষের কাজে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
কয়েক দফা বন্যার পর কৃষক নেমেছিল মাঠে এই কুয়াশা কৃষিতে প্রভাব পড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। এরই মধ্যে তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদের। কুয়াশা ও শীত উপেক্ষা করে তবুও মাঠে নেমে পড়েছেন শ্রমিকরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.