নাটোরে ২৫০ বাড়িতে নিজে গিয়ে খাবার বিতরণ করলেন এমপি শিমুল


নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন গৰামে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বারুহাট গুচ্ছগ্রাম ও বাকশোর ঘাট এলাকার অসহায়, দরিদ্র, দিনমুজুর, ভ্যান ও রিক্সা চালকসহ ২৫০ জনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

শফিকুল ইসলাম শিমুল এমপি জানান, এর আগে তিনি ইউপি চেয়ারম্যান এবং দলের সভাপতি সাধারণ সম্পাদক এর মাধ্যমে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

আজকে আবারো তিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যারা সহায়তা পাননি তাদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন। কোভিড-১৯ এর কারণে পহেলা বৈশাখ উদযাপন করতে না পারায় মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস কিছুই নেই।

তাই এ সময়ে তিনি সাহস যোগাতে মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করছেন। তিনি আরো জানান আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন একদিন এই আঁধার কেটে যাবেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.