নাটোরে ১৬টি সাজাপ্রাপ্ত সহ মোট ৩৭মামলার আসামী রাজধানী থেকে গ্রেফতার

নাটোর প্রতিনিধি: রাজধানী থেকে গ্রেফতার করা হলো নাটোরের গুরুদাসপুর থানা এলাকার ১৬টি সাজাপ্রাপ্ত সহ মোট ৩৭ মামলার আসামী চাউল ব্যবসায়ী সাবেন আলী (৪৬)কে।

জেলা পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত ১ টায় রাজধানী ঢাকার মিরপুরের বড়বাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চাউল ব্যবসায়ী সাবেন আলী গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে ব্যবসা করে আসছিলেন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের থেকে বেশি দামে চাউল ক্রয় করে ঢাকার বিভিন্ন মোকামে লস করে কম দামে চাউল বিক্রি করে। বার বার ব্যবসায় ধারাবাহিক লোকসানে পরে দেউলিয়া হয়ে যায় সে।

এতে করে প্রায় অর্ধশত মানুষ তার কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা পাওনা হয়। পাওনাদারদের ঠেকাতে সে ফাঁকা চেক দেয়। পরবর্তীতে ভুক্তভোগিরা ব্যাংকে গিয়ে টাকা না পেলে ব্যবসায়ী সাবেন আলীর নামে গুরুদাসপুর থানা সহ আদালতে অন্তত ৩৭টি মামলা করে। আদালতের রায়ে এরই মধ্যে ১৬টি মামলায় সে এক বছর করে কারাদান্ডাদেশ পায়।

বাকি ২১টি মামলায় তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। সাজা থেকে বাঁচতে এতেদিন পলাতক ছিলো ব্যবসায়ী সাবেন আলী। পরে জেলা পুলিশ সাত দিন ধরে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মিরপুর বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.