নাটোরে “স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সদস্যদের মাঝে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ


নাটোর প্রতিনিধি: নাটোরে “স্বেচ্ছাসেবী মহিলা সমিতি” সমূহের মাঝে ২০১৮-২০১৯ অর্থ বছরের ১১০ জন সেচ্ছাসেবী মহিলা সমিতির ২০ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক ও ৫টি সেলাই মেশিন গরিব দ্রুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রমাসন ও উপপরিচালকের কার্যলয় আয়োজনে চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-২ ( সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. সিরাজুল ইসলাম পিপি, অতিরিক্ত পুলিশ সুপার মির আসাদুজ্জামান, মহিলা অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তর্জা আলী বাবলু সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মহিলা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন সমিতির সদস্য গন ও সুশিল সমাজের গর্নমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.