নাটোরে সর্বহারার পরিচয়ে চিকিৎসকের কাছে চাঁদা দাবী-না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি

নাটোর প্রতিনিধি: নাটোরে সর্বহারা পরিচয়ে মোবাইলে মিজানুর রহমান নামে এক চিকিৎসকের কাছে চাঁদা দাবী করা হয়েছে নির্ধারিত সময়ে দাবী কৃত চাঁদা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় তারা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মিজানুর রহমান এ্যাপেক্স ক্লাব অব নাটোরের কোষাধ্যক্ষ ও শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে তিনি তার কর্মস্থল উত্তরবঙ্গ হেলথ কেয়ারে অবস্থান কালে তার ব্যক্তিগত নাম্বারে সর্বহারার বাগমারার নেতা আজিজ পরিচয়ে ০১৮৬৯৮২২১০০ নাম্বার থেকে ফোন ধরে ৭০ হাজার টাকা চাঁদা দাবী করে। প্রথমে তারা এক ঘন্টার সময় বেধে দিয়ে ০১৭৭৮৬৩৩৭৫২ নাম্বারে টাকা বিকাশে পাঠাতে বলে। এছাড়া টাকা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়।

পরে দুপুরে বিষয়টি নিয়ে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। বর্তমানে এ নিয়ে তার পরিবারে আতংক উৎকণ্ঠা বিরাজ করছে। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বর্তমানে ওই নাম্বারগুলো যাচাই নিয়ে কাজ শুরু হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.