নাটোরে সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের মোটরসাইকেল মহড়া

নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমন রোধে নাটোরে সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়নে শহরে জেলা পুলিশের মোটর সাইকেল মহড়া দিয়েছে। আজ বুধবার থেকে সপ্তাহব্যাপী এই লকডাউন যাতে করে বাস্তবায়িত হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে।
এজন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যার পূর্বে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় মাইকে সাত দিসেন লকডাউনে কি করা হবে আর কি করা হবে না তার নির্দেশনা দেওয়া হয়। লকডাউন মানতে জনগনকে সচেতন হয়ে সকল বিধিনিষেধ মেনে চলার আহবান জানান হয়। শহরের প্রতিটি মোড়ে মোড়ে থেমে মানুষকে সচেতন করতে এই ঘোষণা ওেয়া হয়।
এ সময় তারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ কমাতে ঘোষিত এই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। তাই বিশেষ প্রয়োজনে বাহিরে বের হতে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়।
এ সময় তারা বিভিন্ন রাস্তার মোড়ে থেমে মাইকে লকডাউন সম্পর্কে সচেতন করে বক্তব্য রাখেন।
তারা জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এছাড়াও তারা মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। করোনা ভাইরাস সংক্রমণ কমাতে পুলিশ তৎপর থাকবে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.