নাটোরে সংখ্যালঘু কিশোরীকে অপহরণের সাতদিন পর উদ্ধার ॥ আটক দুই

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সংখ্যালঘু কিশোরী অপহরণের ৭দিন পর উদ্ধার হয়েছে। গত ৭দিন আগে স্কুলে যাওয়ার পথে অপহরণ হয় সে। ঘটনাটি ঘটেছে উপজেলার চামারী ইউনিয়নের রৌধি চামারী গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এক সংখ্যালঘু স্কুলছাত্রীকে উত্যক্ত করছিলো একই ইউনিয়নের মরাপাতিয়া গ্রামের রাশিদুল নামের এক যুবক।

ঘটনার দিন গত ১১/০৩/১৯ তারিখে কিশোরী স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে নিয়ে চলে যায়। ১৬/০৩/১৯ তারিখে অপহৃত কিশোরীর পিতা রাশিদুলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে সিংড়া থানায় একটি অপহরণ মামলা করেন। সিংড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুর রহমানের নেতৃত্বে সিংড়া থানা পুলিশের একটি দল সোমবার ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলাল গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এসময় রাশিদুল (২০) ও তার বন্ধু কামরুলকে (২০) আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.