নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গায় স্মৃতিস্তম্ভ না করার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত জায়গায় স্মৃতিস্তম্ভ না করার দাবিতে মানববন্ধন করেছে সিংড়া মুক্তিযোদ্ধা সংসদ।

আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সদ্য সাবেক কমান্ডার আব্দুল ওদুদ, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, অধ্যাপক মকবুল হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ৮২৫ একর জমি বরাদ্ধ করা হয় এবং ইতিমধ্যে এই জমির কিছু অংশে কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট জায়গায় গাড়ী পার্কিং সহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে মার্কেট নির্মানের সুযোগ রয়েছে।

কিন্তুু এই নির্ধারিত জায়গার পূর্ব পার্শ্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তিন কাঠা জায়গা বরাদ্ধ দেওয়া হয়েছে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি চলছে। যা সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী। তারা এই স্মৃতিস্তম্ভ নির্মাণ না করার জন্য দাবি জানান।

পরে উপজেলা মাসিক সাধারণ সভায় কাজটি বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.