নাটোরে মাদ্রাসা ভবনের নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন এমপি

নাটোর প্রতিনিধি: নাটোরেরর নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়ায় মাদ্রাসার ভবনের নিুুমানের কাজ বন্ধ করে দিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ বুধবার দুপুরে খাজুরায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে ফেরার পথে নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে কাজের মান দেখে তিনি এই নির্দেশ দেন।

গত বছরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে (হালতি বিলের মধ্যে) ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪তলা বিশিষ্ট খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন।

সাংসদ শফিকুল ইসলাম শিমুল ক্ষোভ প্রকাশ করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সেখানে গেলে চোখে পড়ে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার সীমাহীন দুর্নীতি। এই দুর্নীতির কারণে অত্যন্ত নিু মানের কাজ হচ্ছে। আমি সম্পূর্ণ নির্মাণ
কাজ পরিদর্শন করে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণ কাজ পুনরায় করার নির্দেশ দিয়েছি।

ঘটনাস্থলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও নম্বর বন্ধ পাওয়া গেছে। নাটোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বকুলের ফোন নাম্বারে যোগাযোগ করে সেটিও বন্ধ পাওয়া গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.