সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানালেন “সব কিট ত্রুটিপূর্ণ বলে তুলে নিয়েছে, দিয়ে ছিল মাত্র ২৫০০!’ 

কলকাতা প্রতিনিধি: আজ বুধবার (২২ এপ্রিল) নবান্নে সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংবাদিকদের উদ্দ্যেশ্যে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেন যে রাজ্যে নমুনা পরীক্ষার বিষয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেটা কতটা ভিত্তিহীন ৷ এরপর সরাসরি তিনি কেন্দ্রের দেওয়া ত্রুটিপূর্ণ কিটের জন্য রাজ্যের ওপর কোন বিপত্তি এলে সে দায়িত্ব কে নেবে প্রশ্ন তোলেন ৷ রাজ্যের টেস্ট কম হচ্ছে বলে রাজ্য বিজেপি যে দাবি তুলেছিল সেই প্রসঙ্গে তিনি তোপ দাগলেন বললেন বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের বদনাম করেছে ৷
নাইসেড থেকে দু’সপ্তাহ আগে যে টেস্ট কিট দেওয়া হয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছিল নবান্ন। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অভিযোগ অবশ্য শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও বেশ কিছু জায়গা থেকে এসেছিল। এরপর মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)এর পক্ষ থেকে আগামী দুদিন কোন প্রকার র‌্যাপিড টেস্ট করতে নিষেধ করা হল।
সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এতদিনে কিট দিয়েছে ২৫০০। আমরা টেস্ট করেছি ৭০৩৭। প্রত্যেকের দুটো করে লাগলে ১৪০৭৪ কিট লাগে এখনই পর্যন্ত। অথচ ২৫০০ কিট দিয়ে এখন বড় বড় কথা বলছে।’ তিনি এও বলেছেন তিন ধরনের কিট ব্যাবহার করা হয়, তারমধ্যে দু ধরনের কিট Rapid টেস্ট কিট এবং বিজিআই আরটিপিসিআর কিট বাতিল করেছে কেন্দ্র ৷ তিনি দাবি করেন, ‘আমরা টেস্ট করিনি বলে রটাচ্ছে, আর দিয়েছে এই কটা কিট। আমাদের স্বাস্থ্য দফতর নিজেরা অর্ডার করেছিলাম আলাদা করে। তা দিয়েই কোনওরকমে চালিয়েছি। এখন সব কিট তুলে নিয়েছে। সময়মতো টেস্ট করতে হবে, নাহলে মানুষ মারা যেতে পারেন, কার দোষ এটা?’
আজ বুধবার (২২ এপ্রিল) সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব শ্রী রাজীব সিনহা জানান গত ২৪ ঘন্টায় করোন আক্রান্তের টেস্ট হয়েছে ৮৫৫ জনের ৷ এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছে ৭৯ জন ৷ রাজ্যে মোট ৭০৩৭ জনের করোনা টেস্ট হয়েছে ৷ রাজ্যে মোট ৩০০ জন চিকিৎসাধীন ৷ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জন ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.