নাটোরে মাছ চুরির মামলায় ট্রাকমালিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকভর্তি মাছ চুরির মামলায় ট্রাক মালিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাাসানের আদালত ট্রাকমালিক শফিকুুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, চাঁপাইনবাবগন্জ জেলার শিবগন উপজেলার বেলাদুুল গ্রামের মাছ মাছ ব্যবসায়ী আব্দুর রাকিব ঢাকায় মাছ পাঠানোর জন্য গত ১৩ ডিসেম্বর রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শফিকুল ইসলামের ট্রাকটি ভাড়া কর । সাড়ে ৩ লাখ টাকার মাছ ভর্তি ট্রাকটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ফিলিং ষ্টেশনের ১০০গজ দূরে যাওয়ার পর গায়েব হয়ে যায়।
পরের দিন ১৪ ডিসেম্বর মাছ ব্যবসায়ী আব্দুর রাকিব বড়াইগ্রাম থানায় ট্রাক মালিক শফিকুল ইসলাম আসামী করে মামলা দায়ের করে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাক মালিক শফিকুলকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ। পর দিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে তোলে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ রোববার থেকেই বড়াইগ্রাম থানায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.