নাটোরে (বিএমডিএ)-র মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন


নাটোর প্রতিনিধি: ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইএনডি) প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের নিতাইনগর ব্রীজ সংলগ্ন পুনঃখননকৃত মেরিগাছা খালের উভয় পাড়ে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয় ।
আজ মঙ্গলবার (০৩ আগষ্ট) সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে নাটোর জেলায় ২০২১-২২ অর্থ বছরের বৃক্ষরোপন কাজের শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী মো মনিরুজ্জামান মনির সহ নাটোর ও বড়াইগ্রাম জোন এবং নাটোর রিজিয়ন প্রকল্প দপ্তর ও সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়াও বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট এলাকার কৃষকবৃন্দদ্বয় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.