নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা যুবদল নেতার উপরে ছাত্রলীগের হামলা

নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা নেতাকর্মীদের উপরে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপির জেলা কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা চলার সময় অফিসের সামনের মহাসড়কে জেলা ছাত্রলীগ বিক্ষোভ করতে থাকে। এ সময় বিপুল পরিমান র‌্যাব পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ও আশে পাশে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব প্রমুখ। একই সময়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনের মহাসড়কে বিক্ষোভরত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুরুদাসপুর উপজেলার মোকিমপুর গ্রামের শামীম আহমেদ (৪০) গুরুত্বর আহত হয়েছে। তাকে পুলিশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
বিএনপির জেলা কার্যালয়ের সামনের মহাসড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে পাশের বিদ্যুৎ অফিসের সামনে ছাত্রলীগের সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ।
বক্তারা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ দুদিন আগে সিংড়া উপজেলার একটি দলীয় সমাবেশে স্থানীয় এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলককে নাটোরে অবাঞ্ছিত ঘোষণা করার তীব্র সমালোচনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.