নাটোরে পায়ূপথে ১০ লাখ টাকার হেরোইন পাচারের সময় যুবক আটক


নাটোর প্রতিনিধি: নাটোরে পায়ুপথে ১০ লক্ষ টাকার হেরোইন লুকিয়ে নিয়ে পাচারের সময় ইব্রাহিম নামে এক জনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল। আজ রবিবার দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি -২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নাটোর ক্যাম্পের কোস্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বাগাতিপাড়া উপজেলার সামনে এক অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে তার পায়ুপথ থেকে ১০ লক্ষ টাকা মূল্যমানের ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কালো রঙের টেপ দ্বারা বিশেষ কৌশলে হেরোইন পায়ুপথে প্রবেশ করে বিক্রয়ের উদ্দেশ্যে ওই হিরোইন পরিবহন করা হচ্ছিল। এছাড়া এমন কাজ সে পূর্বেও বহু বার করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.