এবার দেশের মধ্যে সেরা রাজ্য বাংলা

কলকাতা (ভারত) প্রতিনিধি: গত বছর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পর্যবেক্ষণে ‘স্টেট অফ দি স্টেটস’ কনক্লেভে ই-গভর্ন্যান্সের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত অসম ছিল শীর্ষস্থানে। এবার সেই রাজ্যটি নেমে গেছে চতুর্থ স্থানে। গত একবছর কোভিড পর্বে প্রায় গোটা দেশের নাগরিক পরিষেবা থমকে গিয়েছিল।
কিন্তু পশ্চিমবঙ্গ সেই সময়েও ৩৪১টি ব্লকের মধ্যে ২৩৮টিতে ই-গভর্ন্যান্স পরিষেবা নিয়ে পৌঁছেগেছিল।
প্রশাসনিক ক্ষেত্রে আগেও এই রাজ্যের ভাগ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি জুটেছে।
এখন ডিজিটাইশনের মাধ্যমে গোটা রাজ্যে পরিষেবা  দিয়ে শীর্ষ স্থানে উঠে এলো পশ্চিমবঙ্গ। যা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই উচ্ছ্বসিত ‘মোস্ট ইমপ্রুভড’ তকমা মেলায়।দেশের বড় কুড়িটি রাজ্যকে নিয়ে সমীক্ষা চালায় একটি বৃহৎ বেসরকারি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। যার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ ‘স্টেট অফ দি স্টেটস ‘অ্যাওয়ার্ডে বিভূষিত হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.