নাটোরে পানি নিষ্কাশন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনাঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরেলালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকায় এই ঘটনা ঘটে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ মো. রজবসরদার (৩৫) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকার ফজর সরদারেরছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনের জেরে দু’পক্ষেরসংঘর্ষ হয়। এসময় একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায়লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নতচিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলিউদ্ধার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.