নাটোরে নেসকোর মিটার রিডার পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবীতে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: নাটোরে নর্দান ইলেকাট্রসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের মিটার রিডার ও বিল বিতরণকারী পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ রোববার সকালে শহরের আলাইপুরে নেসকো কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল হক মনি ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক ওমর ফারুক।
বক্তরা বলেন, নেসকোর এমডি গত বছরের ২৩ আক্টোবর কথা দিয়েছিলেন পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ী করা হবে কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তা করা হয়নি। ফলে গত ২৩ জানুয়ারী থেকে পিচরেট কর্মচারীরা অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। চাকরি স্থায়ী করা না পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.