নাটোরে নিখোঁজ ৭ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার

 

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসা নিখোঁজ ৭ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত শিক্ষক আব্দুস ছাত্তার পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার তিরইল থেকে তাদের উদ্ধার করে বিকেলে ছাত্রদের পরিবারের কাছে হস্তান্তর করে নাটোর সদর থানা পুলিশ।

ওই মাদ্রাসার মক্তব শিক্ষক আব্দুস সাত্তার মাদ্রাসার ৭ শিক্ষর্থী অন্যস্থানে ভালো পড়ানোর পলোভন দেখিয়ে বুধবার রাত ১টার দিকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ওই ৭ ছাত্রর পরিবার তাদের মাদ্রাসায় না পেয়ে পুলিশকে জানায়। পুলিশ দুপুরে সিংড়া তিরইল এলাকায় শিক্ষক আব্দুস ছাত্তারের ভগ্নিপতি আবু হানিফের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদের উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, শিক্ষক আব্দুস ছাত্তার ওই বাড়িতে শিক্ষার্থীদের রেখেই পালিয়ে যায়। কি কারনে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিলো তা নিশ্চিত করতে পারেননি তিনি। আর উদ্ধার হওয়া ছাত্রদের বয়স ৮ থেকে ১৪ বছর। এই ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.