নাটোরে দুলুসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল , বৈধ ঘোষণা ৩১

নাটোর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

আজ রবিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক শাহরিয়াজ এই যাচাই-বাছাই করেন।

জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৩৭জন মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে ৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়। ফলে ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা থাকল ৩১টি।যাচাই বাছাইয়ে নাটোর-০১ আসনে সাম্যবাদী দলের বিরেন শাহার মনোনায়ন পত্রে সই না থাকায় মনোনায়ান পত্র বাতিল করা করা হয়।

নাটোর-০২ আসনে রুহুল কুদ্দুস তালুকাদার দুলু মামলায় সাজা থাকায় মনোনায়ন বাতিল করা হয়।বিএনপি প্রার্থী দুলু জানান,তিনি উচ্চ আদালতে যাবেন ।

নাটোর-০৪ আসনে ঋণ খোলাপির জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা,সই না থাকায় জামায়াতের দেলোয়ার হোসেন খান ও জাসদের ডিএম আলমের মনোনায়ন পত্র বাতিল করা হয়। এছাড়া মুসলিম লীগের শান্তি রিবেরুর মনোনায়ন বাতিল হয়েছে।

বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে নাটোর-১ আসনে ১৩ জনের মধ্যে বাতিল হয় ১ টি। নাটোর-২ আসনে মোট ৫ জন প্রার্থীর মধ্যে বাতিল হয় ১ টি। অপরদিকে নাটোর-৪ আসনে মোট ১১ জনের মধ্যে মনোনয়ন বাতিল হয় ৪টি। তবে নাটোর-৩ আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করলেও সকলকেই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে নাটোর-২ সদর আসনের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ান বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ খান মামুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.