নাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি: নাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন একটি পরিবার। আজ শুক্রবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আবেদন জানান অসহায় পরিবারটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজেরা বেগম জানান,তার বাবা হযরত আলী ১৯৭৩ সালে শহরের বড় হরিশপুর এলাকায় তিনটি দাগে ১একর ৪৬শতক জমি ক্রয় করে সেখানে বসবাস শুরু করেন।

পরবর্তীতে সেখান থেকে ১২শতক জমি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করেন। কিন্তু রহমত আলী জমির মালিক হযরত আলীকে স্ব-পরিবারে উচ্ছেদ করে পুরো জমি দখল করে নেন।

জমিটি ফিরে পেতে আদালতে মামলা করে হযরত আলীর পক্ষে রায় আসে। কিন্তু এর পরেও প্রভাবশালী রহমত আলী জমিটি তার দখলে রাখেন। হযরত আলীর মৃত্যুর পর দীর্ঘ ৪৩ বছর নানাভাবে চেষ্টা করেও জমিটি ফিরে পাননি অসহায় পরিবারটি। এ অবস্থায় বাধ্য হয়ে জমিটি ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি।

সংবাদ সম্মেলনে হাজেরার ভাই মা সাহারা বেওয়া, ভাই হাসান, হোসেন, বোন রাবেয়া সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.