নাটোরে তিন পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় আ.লীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা, আদালতের আদেশে নির্বাচন স্থগিত


নাটোর প্রতিনিধি: নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনতে গিয়ে মারধরের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার অপর দুই আসামী হলেন নির্বাচন কমিশনার জয়নাল হাজী ও বুলবুল হোসেন।
আজ বৃহম্পতিবার দুপুরে সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মিঠুন আলী। এর আগে নাটোর সদর থানায় সাবেক পৌর কাউন্সিলর নান্নু শেখ সহ ১৩ জনের নাম উলে­খ করে লিখিত অভিযোগ করেন তিনি।
মামলা দায়েরের পর এক আদেশে ইউনিয়নের নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত করেন সিনিয়র সহকারি জজ মো. দেলোয়ার হোসেন।
মামলার বাদী মিঠুন আলী বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের মতো সচল সংগঠনে কোন শীর্ষ পদ জিম্মিদশায় থাকতে পারে না। আমরা এই জিম্মি দশার প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।
মামলার প্রধান আসামী সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু জানান, তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। কোন কাগজপত্র হাতে পাননি৷ কাগজপত্র হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
উলে­খ্য, আগামী ৩রা সেপ্টেম্বর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদে মনোনয়ন কেনা নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় বুধবার তিন শ্রমিককে মারপিট করে প্রতিপক্ষ। এরই জেলে আদালতে মামলা দায়েরের পর নির্বাচন স্থগিত করে আদালত। এর আহে বুধবার উপজেলা প্রশাসন নির্বাচন স্থগিত ঘোষণা করলে নির্বাচন কমিশন নির্ধারিত দিনে নির্বাচন করার ঘোষণা দিলে আদলত পর্যন্ত গড়ায় বিষয়টি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.