নাটোরে টয়লেটে টিসিবির তেলের অবৈধ মজুদের অভিযোগে মুদি দোকানি আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিক্রয় নিষিদ্ধ টিসিবির সাড়ে তিনশ লিটার সয়াবিন তেলসহ শাহ আলম নামে এক মুদি দোকানিকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২ ফেব্র“য়ারি) বিকেলে সিংড়া উপজেলার বিলদহর এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, বোতলজাত সয়াবিন তেল ড্রামে রাখছিলেন শাহ আলম খন্দকার। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি র‌্যাবকে জানায়। পরে র‌্যাব সদস্যরা শাহ আলম খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেট ও খড়ি রাখার ঘর থেকে দুই লিটারের বোতল ও ড্রামে রাখা ৩৫০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করে। এছাড়া শাহ আলমকে আটক করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম জানিয়েছেন, জব্দ করা সয়াবিন তেল একই জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে তিনি কিনেছিলেন। বাড়তি লাভের আশায় টিসিবির তেল কিনেছেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধারে র‌্যাব অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.